News Details
‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’
কেরাণীগঞ্জ আইডিয়াল স্কুল
গভঃ রেজিঃ নং- ডিডি, প্রাই / ঢাকা ৩০৯৫।
কেরাণীগঞ্জ আইডিয়াল স্কুলের পক্ষ থেকে সকল এলাকাবাসি ও শুভাকাঙ্খিদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বর্তমান যুগ ও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষার্থিদের জন্য এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার, ফিঙ্গার প্রিন্ট এটেন্ডেন্স, মাল্টিমিডিয়া টেক্সট বুক, মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ, কম্পিউটার প্রশিক্ষণ, হাতের লেখা সুন্দর করার প্রশিক্ষণ, আরবি শেখা ও ইংরেজীতে কথা বলার জন্য রয়েছে বাধ্যতামূলক ক্লাস। রয়েছে সন্নিবেশিত সাজেসন ও হ্যান্ডনোট যা অভিভাবক ও শিক্ষার্থিকে চিন্তামুক্ত রাখতে সহায়তা করে। আমাদের ১ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত রয়েছে হোম কেয়ারের ব্যবস্থা যা শিক্ষার্থিকে খুব সহজ ভাবে পাঠ আত্মস্থ করতে সহায়তা করে এবং পরিক্ষা নামক ভিতি দূর করে।
উক্ত ধারাবাহিকতা প্রবাহ ঠিক রেখে আমরা সরকারি নিবন্ধন সহ সরকারি নিতীমালা ও উপজেলা ভিত্তিক সকল দিকনির্দেশনা অনুসরণ করি। ২০১৬ ইং শিক্ষাবর্ষের ৫ম ও ৮ম শ্রেণীর শতভাগ পাশ সহ সাফল্য ছিল। এছাড়াও ‘বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন’ কর্তৃক আয়োজিত বৃত্তি পরিক্ষায় ৩১ জন পরিক্ষার্থির মধ্যে ২১ জন বিভিন্ন কোঠায় বৃত্তি পায় এবং বাংলাদেশের মধ্যে ৩৯ জন মেধাতালিকায় বৃত্তি প্রাপ্তদের মধ্যে কেরাণীগঞ্জ আইডিয়াল স্কুলের ৪র্থ শ্রেণীর একজন শিক্ষার্থি রয়েছে। এছাড়াও আমাদের জাকজমক ভাবে প্রতি বছরই বার্ষিক ক্রিড়া ও সাংষ্কৃতিক অনুষ্ঠাণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠাণে বরাবরই উপজেলা থেকে শিক্ষা অফিসার সহ এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ খুব আনন্দ ও উৎসাহের সাথে অনুষ্ঠাণের কার্যক্রম উপভোগ করে থাকেন। প্রতি বছরের শেষ দিকে কিছু আনন্দ প্রেমী শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র ছাত্রিদের উদ্যোগে ক্লাস পার্টির আয়োজন করা হয়ে থাকে। ক্লাস পার্টি অনুষ্ঠানে শিক্ষার্থি, শিক্ষক ও অভিভাবক সহ সবাই খুব আনন্দ উপভোগ করেন। ২০১৭ ইং সনে অত্র বিদ্যালয় শিক্ষক ও ভ্রমন পিয়াশু অভিভাবকদের সাথে আলোচনা করে বান্দরবান যাওয়ার সিদ্ধান্ত নেয় ও বান্দরবানের বিভিন্ন দর্শণীয় স্থান ভ্রমন করে আসেন। আমাদের শিক্ষা ব্যবস্থায় একঘেয়েমি দূর করার জন্য রয়েছে বিনোদনের ব্যবস্থা। আগামী দিনের পথ চলায় সবার দোয়া প্রত্যাশি।